নিজস্ব সংবাদদাতাঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস করার অভিযোগ এনেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একটি ভিডিওতে তাঁকে রীতিমতো ট্রুডোকে ভর্ৎসনা করতে দেখা যায়।ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালে দুই নেতার মধ্যে বৈঠকের পর এ ঘটনা ঘটে। দোভাষীদের মাধ্যমে শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রীকে বলেন, 'এটা অনুচিত।' ট্রুডোর ‘আন্তরিকতার’ অভাব ছিল বলেও অভিযোগ করেন তিনি। জবাবে হাসিমুখে মাথা নেড়ে ট্রুডো বলেন, ‘কানাডায় আমরা অবাধ, মুক্ত ও খোলামেলা সংলাপে বিশ্বাস করি এবং এটাই আমাদের চালিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু কিছু বিষয় থাকবে যা নিয়ে আমরা একমত নই।’