নিজস্ব সংবাদদাতাঃ বহুল আলোচিত শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা আরও একটি নতুন তথ্য প্রকাশ করেছেন। শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনায় দিল্লি পুলিশের তদন্তে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। দিল্লি পুলিশের তদন্তে জানা গিয়েছে, ছত্তরপুরের যে ফ্ল্যাটে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা শ্রদ্ধাকে খুন করেছে, সেই ফ্ল্যাটের জলের বিলও তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে। সূত্রের খবর, খুনের পর আফতাব রক্তের দাগ পরিষ্কার করতে প্রচুর জল ব্যবহার করেন, যার জেরে জলের বিল বেশি আসে এবং বিল বকেয়া পড়ে যায়। পুলিশ তথ্য পেয়েছে যে আফতাব এবং শ্রদ্ধার কাছে ৩০০ টাকার জলের বিল বকেয়া রয়েছে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, আফতাব নিয়মিত ওই বহুতলের জলের ট্যাঙ্ক পরীক্ষা করতে যেতেন।