সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করলো জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার এই সেগুন কাঠ বাজেয়াপ্ত করে বনদপ্তর। বৃহস্পতিবার সকালে চালসা রেঞ্জের পানঝোরা বিটের বনকর্মীরা ওই কাঠ বাজেয়াপ্ত করে। এদিন সেগুন কাঠের কিছু গুড়ি ও হাতে চেরাই করা কাঠ পাচারের উদ্দেশ্যে রাখা ছিল। পানঝোরা বিটের অফিসার দিলীপ রায়ের নেতৃত্বে বনকর্মীরা পানঝোরা রেইল সেতু সংলগ্ন এলাকা থেকে ওই কাঠগুলি বাজেয়াপ্ত করে পানঝোরা বিট অফিসে নিয়ে আসে। চালসার রেঞ্জার পল্লব মুখোপাধ্যায় বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া কাঠের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এই ধরণের অভিযান লাগাতার চলতেই থাকবে।‘