New Update
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী অঞ্চলের চুনপাড়া বুথে সাঁকরাইল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলো গ্রামে যাই কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। চলো গ্রামে যাই কর্মসূচির পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে আলোচনা সভার আয়োজন করা হয় এবং কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকার বঞ্চনার প্রতিবাদে মিছিল করা হয় স্লোগান তুলে। প্রচুর মহিলারা অংশ গ্রহন করেন চলো গ্রামে যাই কর্মসূচিতে।
কর্ম সূচিতে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, মহিলা তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি অঞ্জলি দোলই, ছত্রী অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি যজ্ঞেশ্বর মাহাতো সহ আরো অনেকে। চলো গ্রামে যাই কর্মসূচিতে যোগদান করে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই তিনি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে গিয়ে তুলে ধরে প্রচার করার জন্য জানান। সেই সঙ্গে তিনি বলেন একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি তার জন্য আপনারা বিজেপি নেতারা আপনাদের এলাকায় গেলে তাদের জিজ্ঞাসাবাদ করবেন। ওই এলাকার প্রতিটি বুথে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার জন্য তিনি এখন থেকেই দলের সর্ব স্তরের কর্মীদের প্রচারে নেমে পড়ার জন্য নির্দেশ দেন।
tmc
bjp
india
bengal
jhargram
news
anmnews
bengalinews
latestnews
sakrail
breakingnews
KAMALKANTARAUT
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
chologramejai