নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে মিনাখাঁয়। আজ ফের কুলপিতে কৌটো বোমা ফেটে জখম ২ কিশোর। জানা যায়, কালভার্টের নীচে রাখা ব্যাগে ছিল কৌটো বোমা। ব্যাগ খুলতেই বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন গ্রামবাসীরা। বিস্ফোরণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ।