নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই শ্রদ্ধা ওয়ালকার মামলায় নতুন নতুন তথ্য পাচ্ছে দিল্লি পুলিশ। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকার জানান, 'দিল্লি পুলিশ বুঝতে পেরেছিল যে আফতাব কখনও মিথ্যা বলে এবং কখনও কখনও সত্য কথা বলে। তাই তারা নার্কো পরীক্ষার জন্য আবেদন করেন। আমি মনে করি আমি ন্যায়বিচার পেতে চলেছি। যদি সে অপরাধ করে থাকে, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো উচিত।'
শ্রদ্ধার বাবা আরও বলেন, 'আমি সবসময় অনুভব করেছি যে সে মিথ্যা বলছে, আমি মুম্বাই ও দিল্লি পুলিশকে বলেছিলাম। আফতাব বুদ্ধিমান এবং গত ৫-৬ মাসে প্রমাণ মুছে ফেলেছে। সুতরাং, পুলিশ সত্যটি প্রকাশ করতে কিছুটা অসুবিধার মুখোমুখি হবে। আফতাবকে মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।'