দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মিনাখায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু নিয়ে রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরে পুরুলিয়ার বিজেপির সাংসদকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমনে বেরিয়ে চা চক্র করেন তিনি। সেখান থেকেই তৃণমূলকে আরো একবার নিশানা করেন।
কটাক্ষের সুরে তিনি বলেন, 'কুটির শিল্প তৃণমূল তৈরি করেছে গ্রামেগঞ্জে। বোমা বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপরে বসে আছে। আমরা বারবার বলছি। যেভাবে বিবৃতি দিচ্ছে তৃণমূলের নেতারা, দখল করতে হবে পঞ্চায়েত ইলেকশন। রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে। পুলিশ সব জানে। বোমা ফেটে যাচ্ছে বলে পাবলিক জানতে পারছে, না হলে কত বোমা লুকিয়ে রাখা হয়েছে তার যে কি ভয়ংকর পরিণাম হবে। এর থেকে বোঝা যাচ্ছে, সরকার যদি না চায় এগুলো বন্ধ হবে না। সরকার চাইছে আরো ভয়ের পরিবেশ তৈরি করে গন্ডগোল হোক। তাহলে তারা পঞ্চায়েত জিততে পারবে।
'