মায়ানমার থেকে মুক্তি পাবেন ৭০০ জন বন্দী

author-image
Harmeet
New Update
মায়ানমার থেকে মুক্তি পাবেন ৭০০ জন বন্দী

​নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ৭০০ জন বন্দীকে মুক্ত করা হবে বলে জানাল মায়ানমার জুন্টা ।  







এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান, অস্ট্রেলিয়ার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা শন টার্নেল এবং জাপানি সাংবাদিক তোরু কুবোতাসহ ৭০০ বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে মায়ানমার জুন্টা।