নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের প্রথম ‘মিম মিউজিয়াম’ তৈরি হল হংকং-এ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, হংকংয়ের বিখ্যাত কে১১ আর্ট মলে অবস্থিত এই যাদুঘরটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া হাস্যকর ভাইরাল ভিডিয়ো ও ছবি সংরক্ষিত করা হয়েছে। বাস্তবিকভাবে ইন্টারনেট কালচারে সেরা বিনোদনের সুযোগ-সহ মিমের ইতিহাস সম্বন্ধে দর্শকরা জ্ঞান অর্জন করতে পারবেন।