New Update
হরি ঘোষ, অন্ডাল : বুধবার অন্ডালের হিন্দি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো সাইবার ক্রাইম ও ট্রাফিক সচেতনতা শিবির। এই শিবিরের উদ্যোক্তা অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ ও অন্ডাল থানার পুলিশ। হিন্দি উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের কাছে ট্রাফিক সচেতনতা ও সাইবার ক্রাইম থেকে বাঁচবার বিভিন্ন উপায় বাতালেন পুলিশ আধিকারিকরা। তুলে ধরা হলো ছাত্র-ছাত্রীদের কাছে ট্রাফিক নিয়মের সমস্ত ধারা।
কিভাবে ট্রাফিক নিয়ম মান্য করতে হবে, আর নিয়ম ভাঙ্গলে তার শাস্তি কী। সব বিষয়ে আলোচনা হলো এ দিন । কিভাবে সাইবার ক্রাইম থেকে নিজেকে বাঁচানো যায় এ নিয়েও বিস্তারিত জানালেন পুলিশ আধিকারিকরা। এভাবে পুলিশ আধিকারিকদের কাছ থেকে ট্রাফিক নিয়ম ও সাইবার ক্রাইম সম্বন্ধে জেনে খুশি ছাত্র-ছাত্রীরাও।
india
bengal
andal
students
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
trafficawareness
andalpolice
hindihighschool
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate