দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কলকাতা হাইকোর্টের জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার জেরে গ্রেফতার মোহনপুরের বিজেপি নেতা। ধৃত ওই নেতাকে বুধবার পেশ করা হল কলকাতা হাইকোর্টে ।পুলিশ সূত্রে জানা গেছে, এক কোম্পানির করা অভিযোগের ভিত্তিতে চেক বাউন্সের মামলায় আদালত থেকে জারি হয় গ্রেফতারি পরোয়ানা আর সেই গ্রেফতারি পরোয়ানার জেরে মঙ্গলবার রাতে মোহনপুর থানার পুলিশ মোহনপুর বিজেপির পূর্ব মন্ডলের সভাপতি অম্লান গিরিকে গ্রেফতার করে পেশ করে কলকাতা হাইকোর্টে।
জানা গিয়েছে, ধৃত অম্লান গিরি কলকাতাতে একটি কোম্পানি থেকে ব্যবসায়িক কাজে কিছু মাল নিয়ে চেকে পেমেন্ট করেছিলেন আর সেই চেক বাউন্স এর মামলায় বারবার তাকে সমন পাঠানো হলেও তিনি তা অস্বীকার করায় অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আর মোহনপুর থানার পুলিশ প্রতারণার মামলায় সেই গ্রেফতারি পরোয়ানার জেরে অম্লান গিরিকে গ্রেফতার করে। এদিকে বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তপন প্রধান জানান, শুধু অম্লান গিরি নয় এরকম বহু মণ্ডল সভাপতি ১৯ থেকে ২১ সালের মধ্যে নানা দুর্নীতিতে যুক্ত তদন্ত করলে তাদেরও নাম বেরোবে। অপরদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বিষয়টি নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি।