কৈলাশ সরোবর পৌঁছানো এখন হবে আরও সহজ: BRO

author-image
Harmeet
New Update
কৈলাশ সরোবর পৌঁছানো এখন হবে আরও সহজ: BRO



 
নিজস্ব সংবাদদাতাঃ
কৈলাশ সরোবর পৌঁছানো এখন হবে আরও সহজ। এমনটাই দাবি করেছে বিআরও। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের লিপুলেখ এবং কৈলাশ মানসরোবরের মধ্যে যাত্রা এখন আরও সহজ হতে চলেছে। লিপুলেখ ও কৈলাশ মানসরোবরের মধ্যে নির্মাণ কাজ কতদিনের মধ্যে শেষ হবে, তা জানিয়ে দিল বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। বিআরও জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে রাস্তা তৈরির কাজ শেষ হবে। ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং জানিয়েছেন, 'একটি বড় অংশের কাজ শেষ হয়েছে। আমরা ২০২৪ সালের মধ্যে সড়কটির কাজ শেষ করার আশা করছি, যা তীর্থযাত্রীদের ভারতের শেষ বিন্দু পর্যন্ত যানবাহন ব্যবহার করার অনুমতি দেবে।' তিনি আরও বলেন, 'ধারচুলা থেকে কৈলাশ মানস রোবরের দূরত্ব মাত্র ১১৫ কিলোমিটার।'