ডিসেম্বরের মধ্যে প্যানিক বাটন ও লোকেশন ট্র্যাকার বসানোর নির্দেশ

author-image
Harmeet
New Update
ডিসেম্বরের মধ্যে প্যানিক বাটন ও লোকেশন ট্র্যাকার বসানোর নির্দেশ

নিজ্স্ব সংবাদদাতা: পথ দুর্ঘটনা  কমাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। তারপরেও দুর্ঘটনার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্তে পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে কোনও জায়গায় পথ দুর্ঘটনা ঘটলে সেখানে দ্রুত পুলিশ পৌঁছে যেতে পারলে জীবনহানি অনেকটাই কমানো সম্ভব হয়। এই অবস্থায় প্রতিটি বাণিজ্যিক গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করার কথা আগেই জানিয়েছিলেন পরিবহণ দফতর। এর পাশাপাশি, যাত্রীদের বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িতে প্যানিক বাটন রাখার কথাও বলে পরিবহণ দফতর। সেই মতোই আগামী মাসের মধ্যে তা কার্যকর করতে চায়ছে রাজ্য সরকার।