ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জখম ২

author-image
Harmeet
New Update
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জখম ২

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বুধবার বিকেলে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মহা মিছিল হওয়ার আগে ফের কেশপুরের চড়কা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এল। বোমাবাজিতে আহত দুই তৃণমূল কর্মী। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ।

জানা গিয়েছে, বিকেলে কেশপুরে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল আছে। তারই প্রস্তুতি হিসেবে চরকা গ্রামে তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা মহ তাজ খানের নেতৃত্বে বোমাবাজি হয়। আর ঘটনায় আহত হয় ২ তৃণমূল কর্মী।গুরুতর আহত তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল আলমকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছুই নেই এমনটাই দাবি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজার, তার নিশানা সিপিএমের দিকে, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।