নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের দুঙ্গারপুর জেলার সোম নদীর একটি সেতুর নীচে ১৮৫ কেজি জিলাটিন স্টিক ভর্তি সাতটি বস্তা পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে।বিস্ফোরণ ঘটাতে খনিতে ব্যবহৃত এই স্টিক গুলো ঙ্গলবার বিকেলে উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে যে এর আগে বিস্ফোরক উদ্ধরের ঘটনাটি এই ঘটনার সঙ্গে সংযুক্ত বলে মনে হচ্ছে না কারণ জিলটিনের তৈরি স্টিক গুলো রবিবার রেলপথে পাওয়া উপাদানের থেকে আলাদা।
শনি-রবিবার মধ্যরাতে উদয়পুরে রেল লাইনে, যেখানে বিস্ফোরণ ঘটেছিল সেখান থেকে ঘটনাস্থলটি প্রায় ৭০ কিলোমিটার দূরে।আসপুর থানার (দুঙ্গারপুর) স্টেশন হাউস অফিসার (এসএইচও) সওয়াই সিং বলেছেন যে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ সোম নদীতে পৌঁছে অগভীর জলে জিলাটিন স্টিক এর বস্তা দেখতে পায়।এলাকাটি একটি উপজাতীয় অঞ্চল এবং আশেপাশে বেশ কয়েকটি খনি রয়েছে।