দেরিতে চলছে লোকাল ট্রেন, অভিনব প্রতিবাদ যাত্রীদের

author-image
Harmeet
New Update
দেরিতে চলছে লোকাল ট্রেন, অভিনব প্রতিবাদ যাত্রীদের

নিজস্ব সংবাদদাতা : দেরিতে চলছে ট্রেন। সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। বুধবার সকালে এর প্রতিবাদে থানের টিটওয়ালা স্টেশনে লোকাল ট্রেন থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।সকাল সাড়ে ৮টা নাগাদ মহিলা সহ ১০-১৫ জন যাত্রীদের একটি দল রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। ট্রেনটি থানে জেলার কাসারা থেকে দক্ষিণ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের (CSMT) দিকে যাচ্ছিল। 

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানান,"সকাল সাড়ে ৮ টা থেকে ৮টা ৫১ মিনিট টা পর্যন্ত যাত্রীদের আন্দোলনের কারণে কাসারা লোকাল আটকে রাখা হয়েছিল।আমরা বিলম্বের কারণ খুঁজে বের করব। তবে, আন্দোলন ট্রেন থামানোর উপায় নয়। এতে অন্য যাত্রীদের অসুবিধা হয়।"