বিক্ষোভ দমন: ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা

author-image
Harmeet
New Update
বিক্ষোভ দমন: ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতাঃ শান্তিপূর্ণ বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগে ইরানের ২৯টি ব্যক্তি ও ৩টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপের ২৭টির দেশের জোট। ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল বলেন, "ইরানি জনগণের পাশে আছি আমরা। আমরা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও তাদের দাবি এবং দৃষ্টিভঙ্গিকে সমর্থন করি।" ইইউ আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আমিনিকে গ্রেফতার করা স্কোয়াডের চার সদস্যের ভ্রমণের অনুমতি বাতিল এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর উচ্চ পর্যায়ের সদস্য ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি।