নিজস্ব সংবাদদাতাঃ জি২০ সামিটের ডিনারে গিয়ে হাতে হাত মেলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সামিটের প্রথম দিনের ডিনারে সমস্ত প্রতিনিধিরা একসঙ্গে মিলিত হয়েছিলেন।সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে ও হাতে হাত মেলাতে দেখা যায়। এখনও পর্যন্ত দুজনের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথা প্রকাশ্যে না এলেও মঙ্গলবারের এই সাক্ষাতের ভিডিও সামনে আসতেই দু দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকের জল্পনা তৈরি হয়েছে। মূলত পূর্ব লাদাখের সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে ভারত তার আপত্তির কথা জি২০ সামিটের ফাঁকে শি জিনপিংকে জানাতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।