অভিজিৎ নন্দী মজুমদার
আন্দামানের ঐতিহাসিক সেলুলার জেল। এএনএম নিউজ আপনার সামনে তুলে ধরছে কারাগারের অন্দরের ছবি। যেখানে ব্রিটিশরা মুক্তিযোদ্ধাদের কারারুদ্ধ করেছিল। আন্দামান তখন কালাপানি বা সমুদ্রের মাঝখানে একটি নির্জন দুর্গম স্থান হিসাবে পরিচিত ছিল। এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার আপনাকে আন্দামান সেলুলার জেলের ভিতরকার কথা জানাচ্ছেন।