জাভেদ আখতারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

author-image
Harmeet
New Update
জাভেদ আখতারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

নিজস্ব সংবাদদাতা: গীতিকার জাভেদ আখতারের সংস্থার নামে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বলিউডের এই বিখ্যাত গীতিকারের সংস্থা নাকি বেআইনিভাবে টাকা তুলেছে। এমনই অভিযোগ এনে এই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। গণেশ মালিক নামক এক ব্যক্তি জাভেদ আখতারের সংস্থার নামে এই মামলা করেছেন। জানা যায়,   সঙ্গীত শিল্পী জাভেদ আখতার আইপিআরএস নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। আর তিনি এই সংস্থার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন। গণেশ মালিক তাঁর অভিযোগে জানিয়েছেন, যে ব্যক্তি তথা সঙ্গীত শিল্পীরা জাভেদ আখতারের গান গাইছেন তাঁদের থেকে টাকা তুলছে গানের কপি রাইটের নাম করে! শুধু কলকাতা নয়, গোটা দেশ জুড়েই নাকি এই ব্যবসা চালাচ্ছে এই সংস্থা। গণেশ মালিকের দাবি অনুযায়ী ইডি এই মামলার তদন্ত করুক। এই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।