নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছেন তিনি। তাঁর সেই সাক্ষাতকারের বিভিন্ন অংশ এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনার অন্যতম বিষয়। রোনাল্ডো সেই সাক্ষাৎকারে এ-ও বলেছেন, "আমার মেয়ের যে শরীর খারাপ সেটা ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ পুরোপুরি বিশ্বাস করতে পারেনি বলেই আমার মনে হয়। সেই সময় পরিবারের পাশা থাকা প্রধান কর্তব্য বলে আমার মনে হয়েছিল। তাই দলের সঙ্গে প্রাক মরসুম প্রস্তুতিতে থাকতে পারিনি।"