Morbi bridge collapsed: সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট

author-image
Harmeet
New Update
Morbi bridge collapsed: সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট


নিজস্ব সংবাদদাতাঃ
চলতি বছরে বিধানসভা ভোটের আগে গুজরাটের মোরবি ব্রিজ দুর্ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। এদিকে মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল গুজরাট হাইকোর্ট।







 যে ভাবে সেতু সংস্কারের বরাত দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালত মুখ্যসচিবকে তলব করে জানতে চেয়েছে, এত গুরুত্বপূর্ণ কাজের জন্য কেন দরপত্র আহ্বান করা হল না? শুনানির সময় প্রধান বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানতে চায়, কী ভাবে মাত্র দেড় পাতার মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজের চুক্তি সম্পন্ন হল?