নিজস্ব সংবাদদাতা: গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে আদিবাসী সমাজের সামাজিক সংগঠন গুলির উদ্যোগে সোমবার ঝাড়গ্রাম জেলায় পথ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোমবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে বেলা বারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীদের সামাজিক সংগঠনগুলির সদস্যরা। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুশ পুত্তলিকা দাহ করে তারা বিক্ষোভ দেখায়। আদিবাসীদের সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিধায়ক ও মন্ত্রী পদ খারিজের পাশাপাশি তাকে গ্রেফতার করার দাবি জানানো হয়। আদিবাসীদের সামাজিক সংগঠনগুলির পথ অবরোধের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্যায় পড়েন বহু মানুষ তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।