নিজস্ব সংবাদদাতাঃ সেলিব্রেশন এমনও হয়! দলের অন্যতম সিনিয়র সদস্য ও গোলকিপার ব্রোঞ্জ জয়ের পর গোলপোস্টের উপড়ে চড়ে বসলেন। এভাবেই নিজের মত করে সেলিব্রেশন শ্রীজেশের। চলতি অলিম্পিকে তিনকাঠির তলায় নজর কেড়েছেন প্রতিটি ম্যাচে। আর জয়ের পর ইতিহাস তৈরি করে হকির সরঞ্জাম পরেই গোলপোস্টের উপরে চড়ে বসলেন ভারতীয় গোলরক্ষক।