নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া সোমবার জানিয়েছে, মস্কোর ওপর কানাডার নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা আমেরিকান-কানাডিয়ান অভিনেতা জিম ক্যারি সহ আরও ১০০ জন কানাডীয় নাগরিকের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা তাদের 'কালো তালিকায়' আরও কানাডিয়ানদের যুক্ত করেছে, যার মধ্যে শত শত পশ্চিমা কর্মকর্তা এবং উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছে। বিবৃতিতে বলা হয়, 'প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রুশ নেতৃত্ব, রাজনীতিবিদ ও সংসদ সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কানাডার রুশফোবিক কর্তৃপক্ষ যাদেরকে আপত্তিকর বলে মনে করে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অব্যাহত অনুশীলনের প্রতিক্রিয়ায়, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কানাডার ১০০ জন নাগরিকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।'