নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানিয়েছে, মারিউপোলের আবাসিক ভবনগুলোতে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত এক রাশিয়ান-পন্থী ট্যাংক বন্দুকধারীকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসবিইউ এক বিবৃতিতে বলেছে, "ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা ডিপিআর <দোনেৎস্ক পিপলস রিপাবলিক> সন্ত্রাসী সংগঠন ফিল নামে পরিচিত জঙ্গির দ্বারা সংঘটিত অপরাধের অবিতর্কিত প্রমাণ সংগ্রহ করেছে।" টি-৭২ ট্যাংকের বন্দুকধারী হিসেবে এসবিইউ জানিয়েছে, ওই ব্যক্তি 'মারিউপোলের আবাসিক বহুতল ভবনগুলোতে অন্তত ২০টি গুলি ছোড়েন।' এসবিইউ বলেছে যে তাকে উচ্চ রাষ্ট্রদ্রোহ এবং অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী তৈরি করা বা এর ক্রিয়াকলাপে অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।