নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার বলেছেন, রাশিয়া একটি 'প্যারিয়া রাষ্ট্র' হয়ে উঠছে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে সুনাক বলেন, "পুতিন এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন।" তিনি বলেন, 'পুতিন সম্মেলনে নেই। রাশিয়া একটি প্যারিয়া রাষ্ট্র হয়ে উঠছে এবং পুতিন যা করছেন তার দায়িত্ব নেওয়ার জন্য তিনি এই সম্মেলনে নেই।" জি-২০ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কীভাবে কথা বলার পরিকল্পনা করছেন জানতে চাইলে সুনাক বলেন, 'তিনি রুশ রাষ্ট্র ও পুতিনকে তাদের ঘৃণ্য ও অবৈধ যুদ্ধের জন্য দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাবেন।'