চীন-তাইওয়ান উত্তেজনা: চীনের পক্ষে বার্তা বাইডেনের

author-image
Harmeet
New Update
চীন-তাইওয়ান উত্তেজনা: চীনের পক্ষে বার্তা বাইডেনের


নিজস্ব সংবাদদাতা: মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান ভ্রমণকে কেন্দ্র করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মধ্যেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। 

The largest, most impactful war the world's ever seen': Can the US, China  avoid Taiwan face-off? - CNA

বৈঠকের পর চীন-তাইওয়ান উত্তেজনা প্রসঙ্গে এবার চীনের পক্ষে বার্তা দিলেন বাইডেন। তিনি বলেন, "আমি মনে করি না চীনের দ্বারা তাইওয়ানে আগ্রাসনের কোনো আসন্ন প্রচেষ্টা আছে। নতুন করে ঠান্ডা যুদ্ধের দরকার নেই। শি জিনপিং সরাসরি এবং সরল ছিলেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করতে ইচ্ছুক"।