সংবাদদাতা, অন্ডাল: সোমবার অন্ডালের চিত্তরঞ্জন ইনস্টিটিউটে আয়োজিত হল পূর্ব রেলের মেন্স ইউনিয়নের সম্মেলন। এই সম্মেলনে রেলের মেন্স ইউনিয়নের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্র সরকারের সংস্থা ভারতীয় রেল। এই ভারতীয় রেলের পূর্ব রেলের অন্ডাল শাখার মেন্স ইউনিয়নের এদিনের এই সম্মেলন থেকে উঠে এলো যেভাবে কেন্দ্র সরকার ভারতীয় রেলকে বেসরকারীকরণের পথে ঠেলে দিচ্ছে যেকোনো উপায়ে সেটা আটকানোর বার্তা। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন পূর্ব রেলের মেন্স ইউনিয়নের সভাপতি অমিত কুমার বর্মন। তিনি বলেন, "কোনোভাবেই ভারতীয় রেলকে বেসরকারিকরণের পথে যেতে দেওয়া হবে না। আর সেই কারণেই আমাদের এই ধরনের সম্মেলন"। এই সম্মেলন থেকে তিনি জানান, তাদের এই ধরনের আন্দোলন আরও ১৭ টি জোনে ছড়িয়ে দেওয়া হবে। ভারতীয় রেলকে বেসরকারিকরণ থেকে বাঁচাতে বড়সড় আন্দোলন করতে প্রস্তুত তারা। তিনি আরও জানান, কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতির কারণেই ভারতের সবথেকে বড় শিল্প রেল আজ বেসরকারিকরণের পথে। তাদের এই আন্দোলনের লক্ষ্য কেন্দ্র সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।