নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সোমবার মন্ত্রী অখিল গিরির গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সোনাহারা চকে রাস্তা অবরোধ করলেন ভারত জাকাত মাঝি পরগনার গিলাকাটিয়া মুলুক। শেষমেষ গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টা পরে পথ অবরোধ তুলে নেয় ওই সংগঠন। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পরগনার ব্লক আহ্বায়ক নিরঞ্জন হাঁসদা সহ সংগঠনের নেতৃত্বরা। এছাড়াও প্রতিবাদে সোমবার সকালে জামবনী থানার পড়িহাটি বাজার এলাকায় পথ অবরোধ করেন আদিবাসী সমাজের ভারত জাকাত মাঝি পরগনা মহল। পাশাপাশি ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় আদিবাসীদের সামাজিক সংগঠন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাজ্যের মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে পথ অবরোধ করেন আদিবাসী সমাজের ভারত জাকাত মাঝি পরগনা মহল।