নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরশাহিতে দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় রবিবার, ১৩ নভেম্বর চমক। ইউটিউব তারকা ডেইজি ওল্টুনজির বিপক্ষে এক প্রদর্শনী বক্সিং ম্যাচে সহজ জয় পেয়েছেন ফ্লয়েড মেওয়েদার। সর্বকালের অন্যতম সেরা বক্সার হিসাবে পরিচিত মেওয়েদার উক্ত ম্যাচে কখনই বিব্রত হননি। তিনি ধীরে ধীরে আট রাউন্ডের বাউটে তার গতি বাড়িয়েছিলেন।