নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: সিপিএম দলের বিভিন্ন শাখা-সংগঠনের পক্ষ থেকে 'লুটেরা দের উচ্ছেদ করে জনগণের পঞ্চায়েত গড়ে তোলার' দাবিতে সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধিৎপুরা থেকে রোহিনী সিপিএম কার্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন, সিআইটিইউ এর রাজ্য সম্পাদক অনাদি সাহূ, ঝাড়গ্রাম জেলার সিআইটিইউ এর সম্পাদক পার্থ যাদব, সাঁকরাইল এরিয়া কমিটির সম্পাদক বিবেক মন্ডল সহ আরও অনেকে। সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সিপিএম দলের শাখা-সংগঠনগুলি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয় হয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনে বামেরা ঘুরে দাঁড়ানোর জন্য শাখা-সংগঠনগুলির নেতৃত্বদের প্রচারে নামিয়েছে। সেই জন্য সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে সিপিএম দলের শাখা-সংগঠনগুলির পক্ষ থেকে 'লুটেরাদের উচ্ছেদ করার' দাবি জানিয়ে জনগণের পঞ্চায়েত গড়তে পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় মানুষের ভালো ভিড় হয়েছিল। সেই জন্য সিপিএম নেতৃত্বরা পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলের আশা করছেন।