নিউজ ডেস্ক, বাঁকুড়া: কালিপুজোর পরেরদিন রাতে সোনামুখী শহরের বুকে অবস্থিত তিনটি কালী মন্দির থেকে একই রাতে কালী প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপার গহনাগুলি চুরি হয়ে যায়। ক্ষুব্ধ হন এলাকাবাসী। দায়ের করা হয় তিনটি পৃথক মামলা। চুরির কিনারা করতে তদন্তে নামে পুলিশ।
/)
তদন্তে নেমে সোনামুখী থানার পুলিশ তদন্তে অগ্রগতির জন্য বিশেষ উদ্যোগ নেয়। গঠন করা হয় একটি বিশেষ তদন্তকারি দল। অবশেষে আসে সাফল্য। অবশেষে গ্রেফতার করা হয়েছে মোট চার জনকে ও উদ্ধার করা হয়েছে কালী প্রতিমার গায়ের চুরি হয়ে যাওয়া গহনাগুলি। এই বিষয় নিয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি কি জানিয়েছেন শুনুন-