দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ গত দুদিন নতুন করে বৃষ্টির জেরে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়। চিন্তায় মাথায় হাত পড়েছে কাঁসাই নদীর তীরবর্তী বহু পরিবারের। কারণ যে পরিমানে ফুঁসছে কাঁসাই নদী তাতে যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। জল উপচে পড়ছে। খেয়া পারাপার অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। চিন্তায় রয়েছে ডেবরা ব্লকের শালডহরী, খানামোহান, চকমান, রাইপুর এলাকার মানুষজন।