চীনের সঙ্গে যোগাযোগের পথ খোলাঃ বাইডেন

author-image
Harmeet
New Update
চীনের সঙ্গে যোগাযোগের পথ খোলাঃ বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সংঘাত ঠেকাতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের পথ খোলা থাকবে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের তিনি একথা বলেন। এ সপ্তাহে বিশ্বনেতারা তিনটি বড় সম্মেলনে যোগ দিচ্ছেন। তারই একটি আসিয়ান সম্মেলন কম্বোডিয়ায় শেষ হলো। বাইডেন সেখানে বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দেশটির মানবাধিকার রেকর্ড নিয়ে কথা বলবে। তবে তিনি তাইওয়ান প্রণালিতে শান্তির গুরুত্ব ও দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।