পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও একাট্টা যুক্তরাষ্ট্র, জাপান ও দ. কোরিয়া: বাইডেন

author-image
Harmeet
New Update
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও একাট্টা যুক্তরাষ্ট্র, জাপান ও দ. কোরিয়া: বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও একাট্টা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। রবিবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর উত্তর কোরিয়া ইস্যুর অবতারণা করেন মার্কিন প্রেসিডেন্ট।তিনি বলেন, "উত্তর কোরিয়া তার উসকানিমূলক আচরণ অব্যাহত রেখেছে। তবে দেশটির বিষয়ে ওয়াশিংটন, টোকিও ও সিউলের অবস্থান আগের যে কোনও সময়ের চেয়ে বেশি সমন্বিত।" উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে একাত্ম দেশগুলোকে ওয়াশিংটনের মিত্র হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, "আমি উত্তর কোরিয়ার পদক্ষেপের বিষয়ে জোরালো প্রতিক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সমন্বয় জোরদারের অপেক্ষায় রয়েছি।"