নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা। কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট (আসিয়ান) সম্মেলনের শেষ দিনে একথা বলেন তিনি। কম্বোডিয়ার রাজধানী নম পেনে আসিয়ানের শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্য তিরস্কার করেন ল্যাভরভ। সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলের মহাকাশ আয়ত্বে নেওয়ার চেষ্টা করছে।'