নিজস্ব সংবাদদাতাঃ দুই মাস আগে ইরানজুড়ে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। গত সেপ্টেম্বরে ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমাতে কঠোর অবস্থান যায় তেহরান। মানবাধিকার গোষ্ঠী দাবি করছে, নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের মধ্যে ৪৩ শিশু ও ২৫ জন নারী রয়েছেন।