নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার পুকুর থেকে, তদন্তে পুলিশ

author-image
Harmeet
New Update
নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার পুকুর থেকে, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, শালবনিঃ  গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন শালবনির বুড়িশোল গ্রামের গৃহবধূ সুদেষ্ণা পাল। পরিবারের লোকেরা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিভিন্ন সমাজ মাধ্যম ছাড়া পুলিশের পক্ষ থেকেও খোঁজ শুরু হয়েছিল। বাড়ির পাশের পুকুরে জেলে দিয়ে জাল টানানো হয়েছিল। কোনও ভাবেই সন্ধান মেলেনি। রবিবার সকালে সেই পুকুর থেকেই বধূর দেহ ভেসে ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ। বছর দু'য়েক আগে বিয়ে হওয়া বুড়িশোল গ্রামের ওই বধূ সমস্ত দিক থেকে সুস্থ ছিলেন বলে দাবি পরিবারের। পরিবারে অশান্তিও নেই বলে দাবি। মৃতার কাকা শ্বশুর বিশ্বনাথ পাল বলেন, "গত তিনদিন থেকে নিখোঁজ ছিল বৌমা। রাতে তাকে বাড়িতে না দেখতে পেয়ে আমরা খোঁজ শুরু করেছিলাম। বাড়ির পাশে পুকুরের পাড়ে আলো জ্বলছিল। ঘটনার দিন ও পরদিন পুকুরে জাল টেনে জেলে দিয়ে তল্লাশি করেছি। কোনও সন্ধান মেলেনি। ঘটনার পরদিন সকালে পুলিশকেও জানানো হয়েছিল। পুলিশও তদন্ত শুরু করেছিল। রবিবার বাড়ির পাশের সেই পুকুরের মাঝ থেকেই বৌমার দেহ ভেসে ওঠে। কীভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না। সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল বৌমার। পুলিশকে আমরা তদন্ত করতে অনুরোধ করেছি।" বধূর বাপের বাড়ির লোকজনও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। রিপোর্ট দেখে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে।