নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের ইস্তানবুল শহরের কেন্দ্রস্থল তাকসিম স্কোয়ারের কাছে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের পরে তোলা ঘটনাস্থলের আরেকটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বহু মানুষ রাস্তায় পড়ে আছেন। পুলিশ কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে। মৃত্যুর সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, বেসরকারি সূত্র মতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন এবং বড় সংখ্যায় পুলিশ কর্মীদের উপস্থিতি দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার তুরস্কের বাসিন্দারা দাবি করেছেন, বিস্ফোরণের পরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার আশপাশে থাকা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার দখল নিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে ঘটনাস্থলে আসতে দেওয়া হচ্ছে না। কারা এই হামলা চালিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।