নিজস্ব সংবাদদাতাঃ রবিবার বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তানবুল। ইস্তানবুল শহরের কেন্দ্রস্থল তাকসিম স্কোয়ারের কাছে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। সূত্রে খবর, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। এই বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া। তিনি জানান, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।