নিজস্ব সংবাদদাতাঃ এবারের লিগ ওয়ানে রয়েছে একের পর এক চমক। তারকা খচিত প্যারিস সেন্ট জার্মেইন দলকে জোর টক্কর দিচ্ছে লেন্স, রেনেসের মতো দলগুলো। লিগ ওয়ানের পরপর পাঁচ ম্যাচে অপরাজিত রেনেস। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি জয়, একটিতে ড্র। লিগ ওয়ান ক্রম তালিকার তিন নম্বরে রয়েছে দল। পিএসজি পেয়েছে ৩৮ পয়েন্ট। রেনেসের নামের পাশে ৩১ পয়েন্ট।