অস্ত্র বিধিতে কড়াকড়ি মান সরকারের

author-image
Harmeet
New Update
অস্ত্র বিধিতে কড়াকড়ি মান সরকারের

নিজস্ব সংবাদদাতা : ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় অস্ত্র বিধি কঠোর করলো পাঞ্জাবের মান সরকার।রাজ্য সরকার জনসমক্ষে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং বন্দুক সংস্কৃতি ও সহিংসতাকে উন্নীতকারী বন্দুক নিষিদ্ধ করেছে।আগামী তিন মাসের মধ্যে অস্ত্র লাইসেন্স পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ভগবন্ত মান।

 এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনসমাগম, ধর্মীয় স্থান, বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানে অস্ত্র বহন ও প্রদর্শনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।এদিকে, ডিসি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না হলে নতুন লাইসেন্স দেওয়া হবে না।আদেশে বলা হয়েছে, কোনো ভুল ব্যক্তিকে ইস্যু করা কোনো অস্ত্র লাইসেন্স পাওয়া গেলে তা অবিলম্বে বাতিল করতে হবে।