ডিফেন্ডার হয়েও গোলের পিছনে রেকর্ড সংখ্যক নজির রেডস ফুটবলারের

author-image
Harmeet
New Update
ডিফেন্ডার হয়েও গোলের পিছনে রেকর্ড সংখ্যক নজির রেডস ফুটবলারের

নিজস্ব সংবাদদাতাঃ পরপর দুটি ম্যাচে জিতেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রতিতম ম্যাচে সাউদ্যাম্পটনের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে দ্যা রেডস। ম্যাচের রবার্তো ফিরমিনহোর পাশাপাশি জোড়া গোল করেছেন ডারউইন নুনেজ। এরই মধ্যে আবার নজির গড়েছেন লিভারপুলের ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন। প্রিমিয়ার লিগ ইতিহাসে ৫৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। এই একই নজির রয়েছে বেইনসের নামের পাশে।