নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি পাকিস্তান - ইংল্যান্ড। আজ ওয়ার্ল্ড কাপের এই মহারণে একে ওপরের বিরুদ্ধে খেলছে পাকিস্তান আর ইংল্যান্ড। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। আর ম্যাচ শুরুর কিছুক্ষনের মধ্যেই শাহীন আফ্রিদির বলে আউট হন ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস। এরপর একে একে অধিনায়ক জস বাটলার, ফিল সল্ট আউট হয়ে যান।