নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিল পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি পাকিস্তান - ইংল্যান্ড। আজ ওয়ার্ল্ড কাপের এই মহারণে একে ওপরের বিরুদ্ধে খেলছে পাকিস্তান আর ইংল্যান্ড। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। আর ম্যাচ শুরুর চার ওভারেই বাবর বাহিনীর গুরুত্বপূর্ণ ওপেনার মহম্মদ রিজওয়ানের উইকেট পতন হয়। তারপর মহম্মদ হারিসও আউট হন। এরপর একে একে বাবর আজম, শান মাসুদ, ইফতিকার আহমেদ আউট হন।