দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুলের অবস্থা বেহাল। গাছের তলায় ছাত্র ছাত্রীদের পঠনপাঠন চলছে করোনার সময়কালের পর থেকেই। হেল দোল নেই প্রশাসনের ।খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ নং অঞ্চলের নিজপপন এলাকার পরমহংসপাট বেসিক স্কুলের ।স্কুলের একটি মাত্র শ্রেনীকক্ষ ।তার মধ্যেই রয়েছে শিক্ষকদের রুম, অফিস রুম। স্কুলের টিচার ইনচার্জ বাধ্য হয়ে ত্রিপল পেতে গাছতলায় ছাত্র ছাত্রীদের পঠনপাঠন করাতে বাধ্য হয়েছেন। অভিভাবক থেকে গ্রামবাসীদের অভিযোগ, সারা বছর কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করতে হয় ছোট ছোট ছেলে মেয়েদেরকে। সব থেকে বেশি সমস্যা হয় বর্ষাকালে।প্রশাসনকে লিখিত জানিয়েও কোনো কাজ হয়নি। ভগ্নপ্রায় স্কুল বিল্ডিংয়ে ছাত্র-ছাত্রীদের বসানো যাবে না, এমনটাই সিদ্ধান্ত হয়েছে স্কুল মিটিংয়ে।পাশাপাশি স্কুলের নতুন বিল্ডিংয়ের টাকা না আসায় কিছুটা অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বিষয়ে স্কুলের টিচার ইন চার্জ জানান, 'খুবই সমস্যার মধ্যে রয়েছি। বর্তমানে আমাদের স্কুলে ১০৮ জন পড়ুয়া।ক্লাস রুম বেহাল। তাই ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া থেকে শুরু করে মিড ডে মিল খাওয়ানো সব কিছুই হচ্ছে বাইরে ত্রিপল পেতে।সমস্ত জায়গায় লিখিত জানিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি।' অপরদিকে এই বিষয়ে ডেবরা বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেন, 'আমার কাছে এই ধরনের খবর ছিল না। আমি এই মাত্র জানতে পারলাম।পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং দ্রুত যাতে ক্লাস রুম ঠিক করা যায় সেটাও আমি দেখবো।'
গাছ তলায় কেন পঠনপাঠন? খতিয়ে দেখার আশ্বাস বিডিওর
New Update