পাক সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত লন্ডনে, শেহবাজ শরীফকে কটাক্ষ ইমরানের

author-image
Harmeet
New Update
পাক সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত লন্ডনে, শেহবাজ শরীফকে কটাক্ষ ইমরানের


নিজস্ব সংবাদদাতা: সদ্য পায়ে গুলি লাগার পর সুস্থ হয়েছেন ইমরান খান। তবে সুস্থ হতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে জনমত গঠন করতে শুরু করেছেন তিনি। এবার পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নির্নয়কে কেন্দ্র করে শেহবাজ শরীফের দিকে তোপ দাগলেন ইমরান খান। 

No Pakistan govt was as corrupt as Imran Khan's regime': Pak oppn leader Shahbaz  Sharif | Pakistan News

বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন শেহবাজ শরীফ। ইমরান খানের দাবি, যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেই পাকিস্তানের সেনাপ্রধান নির্নয় করছেন শেহবাজ শরীফ। যার বিরোধিতা করেছেন ইমরান খান।