সবংয়ে তৃণমূলের কর্মী সম্মেলন

author-image
Harmeet
New Update
সবংয়ে তৃণমূলের কর্মী সম্মেলন



নিউজ ডেস্ক, সবং: আজ সবং ব্লকের ৪ নম্বর দশগ্রাম অঞ্চল ও ৩ নম্বর দাদরা অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নারীদের উপস্থিতি দেখার মতো ছিলো। সম্মেলনে মানস ভূঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের ভ্রান্ত অর্থনীতির বিরুদ্ধে বার্তা দেন। তিনি জানান বিজেপি সরকার দেশটাকে দেউলিয়া করে দেবে। তিন নারীদের তৃণমূলকে শক্তিশালী করে তোলার জন্য তৈরি হতে বলেন। 

your image


তিনি বলেন, "কোনও ভাবে বিজেপি ভোটের কথা বলতে এলে, জিজ্ঞাসা করুন কিসের জন্য? কি কারনে ১০০ দিনের টাকা বন্ধ রেখেছেন তার উত্তর আপনাদের নিতে হবে। জিজ্ঞাসা করবেন যে, কি কি পরিকল্পনা আপনার কেন্দ্রের বিজেপি সরকার করেছে?" অপরদিকে সিপিএমদের বলেন, "বিগত ৩৪ বছর যে রাজ্যে সিপিএম শাসন ছিল সাধারণ মানুষের উন্নয়নের জন্য করা একটা পরিকল্পনার নাম বলুন। না হলে এলাকা থেকে বিদায় হতে বলুন"। 

your image


তিনি আরও বলেন, "মমতা ব্যানার্জি ২৪ ঘন্টার ১৯ ঘন্টা আপনাদের সেবা করেন। আপনারা ২০২১ সালে ভয়-ভীতিকে উপেক্ষা করে মমতা ব্যানার্জির হাত শক্ত করেছেন। তৃতীয়বারের জন্য বাংলার মাটিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজকের দিনে যারা সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগিয়ে সরকার ভাঙ্গা-গড়ার খেলা করছেন, সেই বেইমান বিশ্বাসঘাতকেরদের কাছ থেকে দূরে থাকুন। সমস্ত তৃণমূল কর্মীদের সতর্ক হতে বলব। নেত্রী বলেছেন বিজেপি, সিপিএম, কংগ্রেস হাতে হাত মিলিয়ে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে আগলে রেখেছেন। আপনারাও এলাকাকে সামনে রাখুন, বহিরাগতদের ঢুকতে দেবেন না। কোনও খবর থাকলে লোকাল থানায় অথবা আপনাদের এই প্রিয় নেতা-ভাইটিকে খবর দেবেন। আপনাদের সঙ্গে দীর্ঘ জীবন কাটিয়েছি। হেরেও কোনও দিন পালিয়ে যায়নি। আর এখন পালানোর তো কোনও কথাই নেই। আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, সেবা করে যাব"। 

your image


তিনি নেতৃত্বদের বলেন, "মানুষের কাছে পৌঁছাতে হবে। নেত্রী যে পরিকল্পনা গ্রহণ করেছে 'চলো গ্রামে যাই' সেই পরিকল্পনা মেয়েদের দিয়ে করাতে হবে। পাড়ায় পাড়ায় কমিটি তৈরী করুন। সর্বদা সজাগ থাকুন"।