ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু

author-image
Harmeet
New Update
ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু





নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ফের জঙ্গলমহল সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ তারিখ মঙ্গলবার বিরষা মুন্ডার জন্ম জয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে আসবেন তিনি। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামের জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। পাশেই হয়েছে হেলিপ্যাড। দুপুর প্রায় ২ টো নাগাদ মুখ্যমন্ত্রীর সভা হবে। প্রশাসনিক কর্তারা, সিএম সিকিউরিটি সহ দলীয় নেতৃত্ব প্রস্তুতি দেখছেন। মাওবাদীদের আঁতুড় ঘর বেলপাহাড়ির এই জায়গায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা করা বেশ তাৎপর্যপূর্ণ। সভায় মুখ্যমন্ত্রী বেশ কয়েকজনের হাতে জমির পাট্টার কাগজ তুলে দেবেন। মুন্ডা শিল্পীদের হাতে তুলে দেবেন ধামসা, মাদল। তাদের দেওয়া হবে সংবর্ধনাও। মঙ্গলবার হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সভা শেষে ওই দিন ঝাড়গ্রামের সরকারি অতিথিশালায় মুখ্যমন্ত্রী রাত্রি বাস করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।